ইউক্রেইন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস রপ্তানি বন্ধ হল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫, ১৮:২৩

সোভিয়েত আমলের পাইপলাইনের মাধ্যমে ইউক্রেইনের ভেতর দিয়ে ইউরোপে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস রপ্তানি নতুন বছরের প্রথমদিন শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরই বন্ধ হয়ে গেছে।


ট্রানজিট চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং যুদ্ধরত মস্কো ও কিইভ ওই পাইপলাইন দিয়ে গ্যাসের প্রবাহ অব্যাহত রাখার বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছতে না পারা এর কারণ।


২০১৪ সালে রাশিয়া ক্রাইমিয়া উপদ্বীপ নিজেদের অংশীভূত করে নেওয়ার পরের বছর ইউক্রেইন দেশটি থেকে গ্যাস কেনা বন্ধ করে দেয়। এরপর মস্কো ও কিইভের বিপর্যস্ত সম্পর্ক ইউরোপে রাশিয়ার গ্যাস রপ্তানির সবচেয়ে পুরনো রুটটি বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা রাখল।


বুধবার এক বিবৃতিতে ইউক্রেইনের জ্বালানিমন্ত্রী জেওরমান হালুশচেঙ্কো বলেন, “রাশিয়ার গ্যাসের ট্রানজিট বন্ধ করে দিয়েছি আমরা। এটি একটি ঐতিহাসিক ঘটনা। রাশিয়া তার বাজার হারাচ্ছে, তারা আর্থিক ক্ষতির মুখে পড়বে। ইউরোপ ইতোমধ্যে রাশিয়ার গ্যাস বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।”


রয়টার্স বলছে, যুদ্ধের মধ্যে গ্যাসের এই প্রবাহ বন্ধ হয়ে যাওয়া প্রত্যাশিতই ছিল। ২০২২ সালে রাশিয়া ইউক্রেইনে আক্রমণ শুরু করার পর দুই পক্ষের মধ্যে এ যুদ্ধ শুরু হয়। তারপর থেকেই ইউক্রেইন এই চুক্তি আর নবায়ন না করার বিষয়ে অবিচল ছিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও