চাঁদাবাজির দুই মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল আবার চার দিনের রিমান্ডে
চাঁদাবাজির পৃথক দুটি মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে দুই দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এ আদেশ দেন।
পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামকে আজ সকাল ৯টার পর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাঁকে কামরাঙ্গীরচর থানায় করা চাঁদাবাজির দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানায় পুলিশ। একই সঙ্গে মামলা দুটিতে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়।
একটি মামলায় রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয়, সংসদ সদস্য থাকার সময় কামরুল ইসলামের নির্দেশে কামরাঙ্গীরচর এলাকায় সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেনসহ অন্যরা আলী কেব্লসহ সেখানকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি করতেন। এ মামলার অন্য আসামিদের নাম-ঠিকানা জানতে আসামি কামরুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।