হোয়াইট হাউসে দ্বিতীয়বার ট্রাম্প, আকাশ কি ভেঙে পড়বে

প্রথম আলো হোয়াইট হাউজ, ওয়াশিংটন প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫, ১১:২৭

কেউ ভাবেনি ২০১৬ সালের মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে জেতা সম্ভব। ট্রাম্প নিজেও সে কথা ভাবেননি। তাঁর হিসাবে ছিল, জিতুন বা না জিতুন, এ নির্বাচনের পর তিনি আমেরিকায় এবং বিশ্বে এতটাই বিখ্যাত হবেন যে তাঁর দীর্ঘদিনের স্বপ্ন নিজের একটা টিভি নেটওয়ার্ক চালু করা সম্ভব হবে।


কিন্তু সত্যি সত্যি যখন সেই নির্বাচনে জিতে গেলেন, তখন ভয়ে তাঁর হাত–পা ঠান্ডা। জিতেছেন, সে কথা শোনার পর তাঁকে দেখে মনে হচ্ছিল, তিনি ভূত দেখেছেন। এখন কী হবে? মেলানিয়া ট্রাম্প, তাঁর স্ত্রী, সবার সামনেই কেঁদে ফেললেন, আনন্দে নয়, ভয়ে। বানানো গল্প নয়, নিউইয়র্ক টাইমস–এর নামজাদা সাংবাদিক মাইকেল উলফ তাঁর বই ফায়ার অ্যান্ড ফিউরি-তে সে ইতিহাস সবিস্তার লিপিবদ্ধ করেছেন। 


আট বছর পর ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। সেবার তিনি ভীত হয়েছিলেন। এবার সারা পৃথিবীই ভীত, এই লোকটা অসীম ক্ষমতা হাতে পেয়ে কী কাণ্ড করে বসেন, তা ভেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও