You have reached your daily news limit

Please log in to continue


নতুন বছরে বিনিয়োগ বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ প্রত্যাশা করি

২০২৫ সাল সামগ্রিকভাবে চ্যালেঞ্জিং হবে—অর্থনৈতিক ব্যবস্থাপনা ও রাজনৈতিক প্রস্তুতি উভয় দিক থেকেই। সেই সঙ্গে আমাদের এলডিসি উত্তরণের প্রস্তুতি চলছে; ২০২৬ সালে আমাদের এলডিসি উত্তরণ হওয়ার কথা। সবকিছুর পেছনে কাজ করবে ২০২৪ সালের আগস্ট মাসের পটভূমি। ফলে প্রত্যাশা কিছুটা বেশিই থাকবে।

২০২৪ সালে আগস্টের পর প্রাথমিক অনিশ্চয়তা কাটিয়ে আমাদের অর্থনীতি ইতিবাচক মোড় নেবে, সেই প্রত্যাশা থাকবে। অর্থনৈতিক বণ্টনে আগস্ট অভ্যুত্থানের চেতনার প্রতিফলন দেখতে চাইবে মানুষ, যাকে বলে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনা। আমাদের আশা, চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তর্বর্তী সরকার সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি হাতে নেবে।

অর্থনীতির বেশ কিছু চ্যালেঞ্জ সঙ্গে নিয়ে আমরা ২০২৫ সালে পদার্পণ করতে যাচ্ছি। যেমন কয়েক বছর ধরে চলা উচ্চ মূল্যস্ফীতি, স্তিমিত বিনিয়োগ, কর্মসংস্থানের অপ্রতুলতা ইত্যাদি। সামনে বাজেট; এ ছাড়া মধ্যমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। তার আলোকে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। সব মিলিয়ে অর্থনীতিকে বেশ চ্যালেঞ্জিং সময় পার করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন