ঘোষণাপত্র প্রকাশ হলে অরাজকতা হতে পারত

দেশ রূপান্তর প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫, ১০:৫২

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তার সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তারা মনে করছেন, এর মাধ্যমে এক ধরনের ‘কর্তৃত্ববাদ’ প্রতিষ্ঠার চেষ্টা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সুদূরপ্রসারী রাজনৈতিক বাস্তবতা চিন্তা না করে এ ধরনের কার্যক্রমে দেশ রাজনৈতিক সংকটে পড়তে পারে।


গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেওয়া নেতারা এমন অভিমত ব্যক্ত করেন। বৈঠকে তারা বলেন, ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে ৭২-এর সংবিধান বাতিল করে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা দেশের জন্য মঙ্গলজনক হতো না। কারণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়া এ ধরনের ঘোষণায় দেশে অরাজক পরিস্থিতি তৈরির শঙ্কা রয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও