২০২৫ সালের প্রত্যাশা : আস্থা ও গণতান্ত্রিক পরিবেশ চান ব্যবসায়ী ও উদ্যোক্তারা
দেশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান-পরবর্তী রূপান্তরকাল চলমান। এখন পর্যন্ত কমেনি মূল্যস্ফীতি। নিরবচ্ছিন্ন হয়নি উৎপাদন ব্যবস্থাও। ঋণের সুদহার বেড়েছে। কমেছে বেসরকারি খাতের ঋণপ্রবাহ, অক্টোবরেও যা ছিল গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন। বিদেশী বিনিয়োগও কমেছে ৮ শতাংশের বেশি। এদিকে সংস্কার কার্যক্রম চলমান। ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলছেন, দেশে অনাস্থার পরিবেশ বিরাজমান। এ পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব অবাধ, স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনীতিকে স্বাভাবিক ধারায় নিয়ে এসে আস্থার পরিবেশ সৃষ্টি করা জরুরি হয়ে পড়েছে। আজ শুরু হওয়া নতুন বছরে এ রকমই তাদের প্রত্যাশা।
ব্যবসায়ীরা বলছেন, ২০২৪ সালটাকে তারা বড় চ্যালেঞ্জের বছর হিসেবে পার করেছেন। এখন প্রত্যাশা দেশ মসৃণভাবে চলবে। আইন-শৃঙ্খলা থেকে শুরু করে সামগ্রিকভাবে এমন একটা পরিবেশ যেখানে সাধারণ মানুষের স্বস্তি থাকবে, পাশাপাশি শিল্প থেকে শুরু করে দেশের স্বাভাবিক যে কাজকর্ম তা অব্যাহত থাকবে। সর্বোপরি ফিরিয়ে আনতে হবে মানুষের আস্থা। কারণ আস্থা ও বিশ্বাসের জায়গাটা অনেক দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে বিরাট একটা দূরত্ব তৈরি হয়ে গেছে।