নতুন বছরে সড়ক দুর্ঘটনাহীন জীবন চাই
নতুন বছরে কী চান? আমরা নিরাপদ মৃত্যুর গ্যারান্টি চাই। যেহেতু আমরা চাইলেও নন্দলালের মতো ঘরে বসে দিন কাটাতে পারবো না, ঘরের বাইরে যেতেই হবে, তাই ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ঘরে ফিরতে চাই আমরা। এই দেশে, এই শহরের মানুষের কাছে দুর্ঘটনা যেন প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। ঘরের বাইরে বের হলেই যেন দুর্ঘটনার শিকার হতে হবে, কী অদ্ভুত নিয়ম। অপরাধী কখনো ধরা পড়ে, অধিকাংশ ক্ষেত্রেই ধরা পড়ে না। ধরা পড়লেও যে শাস্তি হবে, এরও কোনো নিশ্চয়তা নেই।
একটি দুর্ঘটনা মানে একজন ব্যক্তির মৃত্যু নয়, একটি পরিবারের মৃত্যু। বছরের পর বছর ধরে আমরা সড়ক দুর্ঘটনায় নিহত-আহত হচ্ছি। শুধু মৃত্যুতো নয়, হাজার হাজার মানুষ হাত-পা হারিয়ে প্রতিবন্ধী হয়ে পড়ছেন। মাথায় আঘাত পেয়ে চিরকাল শয্যাশায়ী হয়ে থাকছেন। এই জীবন থেকে আমরা মুক্তি চাই, বেপরোয়া গাড়ি চালানোর হাত থেকে বাঁচতে চাই।