৬ সংস্কার কমিশন: জানুয়ারিতে প্রতিবেদন মিলবে তো?
জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতনের পর রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের কার্যক্রম এগিয়ে নিতে প্রথম ধাপে গঠিত সংস্কার কমিশনগুলোর কোনোটিই বছরের শেষ দিন পর্যন্ত সুপারিশসহ তাদের প্রতিবেদন জমা দিতে পারেনি; সময় চেয়েছে একটি কমিশন।
নতুন বছর, ২০২৫ সালের শুরুতে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিতে এ কমিশনগুলোর প্রস্তুতি এখনো চলছে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার নতুন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে রোববার বলেছিলেন, “নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে দেওয়ার চেষ্টা করব, তা না হলে জানুয়ারির ৩ তারিখের মধ্যে দিয়ে দেব।”
ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন জানুয়ারির মধ্যেই সরকার পেয়ে যাবে, আশা করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এদিকে পুলিশ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় চাওয়ার তথ্য দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।