অ্যাপে নজরদারি? বদলে নিন আইফোনের এ সেটিং
ফোন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কার কার কাছে থাকে? অন্তত অ্যাপল মনে করে এটি শুধু ব্যবহারকারীর নিজের কাছেই থাকা উচিত। ফলে এ টেক জায়ান্ট সাম্প্রতিক বছরগুলোয় এমন বিভিন্ন ফিচার এনেছে যা ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে রাখতে সাহায্য করে।
‘অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি’ ফিচারের মাধ্যমে অ্যাপল ব্যবহারকারীরা অ্যাপগুলো নিজেদের কার্যক্রম ট্র্যাক করার বা না করার অনুমতি দিতে পারেন। অনুমতি না দিতে চাইলে অ্যাপল অ্যাপটিকে ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করতে বাধা দেবে। এসব তথ্যের মাধ্যমে সাধারণত নির্দিষ্টভাবে ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন তৈরি করে বিভিন্ন কোম্পানি।
আইফোনে কীভাবে অ্যাপ ট্র্যাকিং বন্ধ করবেন সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
নতুন অ্যাপের বেলায়
নতুন অ্যাপ ডাউনলোড করে চালু করলে একটি পপ-আপ নোটিফিকেশন আসবে, যেখানে জানতে চাওয়া হবে ব্যবহারকারী অ্যাপটিকে নিজের তথ্য জানতে চাইতে দিতে চান কিনা। অ্যাপটি কী কী তথ্য ট্র্যাক করবে সে বিষয়েও তথ্য থাকবে।
‘আস্ক অ্যাপ নট টু ট্র্যাক’ এবং ‘অ্যালাও’ দুই অপশনের মধ্যে প্রথমটি বেছে নিলে অপশনটি বেছে নিলে অ্যাপটি আর কোনো তথ্য ট্র্যাক করবে না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- আইফোন
- নজরদারি
- সেটিংস পরিবর্তন