ঘর সাজানো ও ত্বকের যত্নে যে ধারা ছিল জনপ্রিয়

প্রথম আলো প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ২০:২৮

প্রাকৃতিক উপাদান ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই বললেই চলে। বাণিজ্যিক ভাবে তাই প্রাকৃতিক উপকরণ দিয়ে রূপচর্চার প্রসাধনী তৈরি করেছেন অনেক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের পণ্যের প্রতি মানুষও বেশ আস্থা রেখেছে। এদিকে কাপড়ে মোড়ানো আসবাবের ব্যবহার ছিল অন্দরে। পাশাপাশি ঘরের দেয়ালে ছিল সাদা রঙের আধিপত্য।


প্রাকৃতিক উপাদানে রূপচর্চা


প্রাকৃতিক উপাদান ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই বললেই চলে। বাণিজ্যিক ভাবে তাই প্রাকৃতিক উপকরণ দিয়ে রূপচর্চার প্রসাধনী তৈরি করেছেন অনেক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের পণ্যের প্রতি মানুষও বেশ আস্থা রেখেছে।


বীজের পুষ্টিগুণ


বছর জুড়েই চিয়া বীজ ভিজিয়ে পানীয় বা খাবার তৈরি করে খেয়েছেন স্বাস্থ্যসচেতনেরা। সৌন্দর্য এবং সুস্থতার অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে চিয়া বীজ। ওজন নিয়ন্ত্রণের জন্যও জনপ্রিয় ছিল এই বীজের তৈরি স্বাস্থ্যকর পানীয়।


হাইড্রাফেসিয়াল


হাইড্রাফেসিয়াল পদ্ধতিতে নিমেষেই ত্বক আর্দ্র হয়ে ওঠে। বিশেষ যন্ত্রের সাহায্যে ত্বকের গভীরে আর্দ্রতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় হাইড্রাফেসিয়ালে। দ্রুত ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনতে কার্যকর এই পদ্ধতি আলোচিত ছিল বছর জুড়েই।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও