বছরে ডেঙ্গু কেড়ে নিয়েছে ৫৭৫ প্রাণ

কালের কণ্ঠ প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ২০:২৪

২০২৪ সালের শেষ দিনে ডেঙ্গুতে দুই জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় মৃত দুজনসহ এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে সারা দেশে এক লাখ এক হাজার ২১৪ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৪০ জন রোগী। মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।


গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে এক লাখ এক হাজার ২১৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।


মঙ্গলবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


সর্বশেষ ২৪ ঘণ্টায় দুজনের ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের কোনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও