ব্রাহ্মণবাড়িয়া সদরে বিসিক শিল্পনগরীর পরিত্যক্ত মালামাল কেনা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও ধানের গোলায় অগ্নিসংযোগ করা হয়।
মঙ্গলবার সকালে সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন।
আহতরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নন্দনপুর বিসিক শিল্পনগরীর ডেকো ফুড কোম্পানির বিস্কুটের গুড়াসহ পরিত্যক্ত মালামাল নিলামে বিক্রির করার কথা। তা কিনতে গিয়ে বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন ও সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির খন্দকারের মধ্যে কথা কাটাকাটি হয়।