ইউটিউবে ভিডিও আপলোডে যে ভুল করলে চ্যানেল হারাবেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:০৪

অনেকেরই ইউটিউবে চ্যানেল রয়েছে। বিভিন্ন ধরনের কনটেন্ট বানিয়ে মাসে লাখ লাখ টাকা আয় করছেন এই প্ল্যাটফর্ম থেকে। শুধু বিনোদনের মাধ্যম নয়, অনেকের আয়ের মাধ্যম এখন ইউটিউব। তবে ইউটিউবের চ্যানেল পরিচালনা করতে প্ল্যাটফর্মের নানান বিধি নিষেধ মেনে চলতে হয়। তা নাহলে হারাতে হতে পারে চ্যানেলটি।


এবার সেই চ্যানেল মালিক বা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন নির্দেশনা এনেছে ইউটিউব। কনটেন্ট ক্রিয়েটররা অনেক সময় বেশি ভিউয়ের আশায় চমকপ্রদ থাম্বনেইল দেয়। যার সঙ্গে কন্টেন্টের কোনো মিলই থাকে না। এমন সব ভিডিও সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ইউটিউব। সাধারণ মানুষকে বোকা বানাতে বিভ্রান্তিকর এমন সব ক্লিকবেট কনটেন্টে রাশ টানতে চলেছে ইউটিউব।


সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের বিভ্রান্ত করার উদ্দেশে আনা এই সব কনটেন্টের বিরুদ্ধে এবার কড়া হাতে মাঠে নামা হবে। কনটেন্ট ক্রিয়েটর চমকপ্রদ হেডলাইন ও থাম্বনেইল ব্যবহার করে দর্শকদের আকর্ষিত করেন। অথচ ভিডিওতে সেই হেডলাইন ও থাম্বনেল সংক্রান্ত কোনো তথ্য থাকে না। ফলে দর্শকরা গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধানে ওই কনটেন্টে ঢুকে হতাশ হয়ে ফিরে আসেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও