বাণিজ্য মেলায় থাকছে ‘জুলাই ও ছত্রিশ চত্বর’, প্রথমবারের মত ই-টিকেটিং
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাফল্য গাঁথা তুলে ধরতে এবারের বাণিজ্য মেলায় থাকছে ‘জুলাই চত্বর ও ‘ছত্রিশ চত্বর’।
পাশাপাশি দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে তৈরি করা হয়েছে ‘ইয়ুথ প্যাভিলিয়ন’; প্রথমবারের মত মেলায় প্রবেশ করতে দর্শনার্থীদের জন্য ‘ই-টিকেটিংয়ের’ ব্যবস্থা করতে উদ্বোধন করা হয়েছে অ্যাপস।
মঙ্গলবার দুপুরে মেলা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
ইংরেজি নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর পূর্বাচলে বুধবার সকাল ১০টায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মেলার উদ্বোধন ঘোষণা করবেন।
দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় মেলাটি প্রতিবছরের শুরুর দিন উদ্বোধন করা হয়। বছর কয়েক থেকে এটি হচ্ছে পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি)।
সংবাদ সম্মেলনে বলা হয়েছ, মাসব্যাপী মেলাটি সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ৯টা ; আর সাপ্তাহিক ছুটির দিনে মেলা চলবে রাত ১০ টা পর্যন্ত।