রেস্তোরাঁয় রান্না, বাড়ছে রোবট পাচকের চাহিদা

যুগান্তর প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:২১

রোবট পাচকের চাহিদা বাড়ছে ইউরোপের দেশ জার্মানিতে৷ হামবুর্গের একটি প্রতিষ্ঠান এ ধরনের রোবট তৈরি করছে৷ চাহিদা অনুযায়ী এসব রোবটে নতুন বিভিন্ন উপকরণও যুক্ত হচ্ছে৷ তবে সীমাকদ্ধতাও রয়েছে৷


দক্ষিণ জার্মানির ভেয়ার্টহাইমে আকাশ থেকে দেখলে একটি রেস্তোরাঁকে সাধারণ হাইওয়ে বিশ্রামাগার মনে হবে৷ কিন্তু আরো নিবিড়ভাবে দেখলে সেটিতে নানা প্রযুক্তির দেখা মিলবে৷ ‘হোম অফ মবিলিটিতে’ চালকরা তাদের ইলেক্ট্রিক গাড়ি চার্জ দিতে এবং রোবটের রান্না করা খাবার কিনতে পারেন৷


পাঁচটি পদ থেকে বাছাই করতে পারেন অতিথিরা৷ এগুলোর দাম ১২ ইউরো থেকে শুরু৷ চাহিদার ভিত্তিতে এসব খাবার রোবট তৈরি করে৷ রেস্তোরাঁর কর্মীরা অবশ্য প্রয়োজনীয় উপাদান আগেই রোবটে দিয়ে রাখেন৷ সেগুলোই এটি রান্না ও পরিবেশন করে৷ এরপর কড়াইগুলো ধুতে দেওয়া হয়৷ এটি দিনে তিন হাজারবার রান্না করতে পারে৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও