শিশু হামাগুড়ি দিতে শিখলে যে বিষয়গুলোয় সতর্ক হতে হবে
প্রথম আলো
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:২২
সাধারণ শিশু এক বছরে হাঁটতে শেখে আর হাঁটার পথে প্রথম পদক্ষেপ হলো হামাগুড়ি। হামাগুড়ি দিতে শেখার মাধ্যমে প্রথম স্বাধীনভাবে চলাফেরার স্বাদ পায় মানবশিশু, এমনকি নিজের ইচ্ছেমতো অনুসন্ধান করার সুযোগ পায়।
কিন্তু এই নিত্যনতুন অনুসন্ধানের কারণে বিপদের আশঙ্কাও কম থাকে না।
শিশু সাধারণত ৭ থেকে ১০ মাস বয়সে হামাগুড়ি দিতে শেখে। অনেক বাচ্চা এর আগে পরেও শিখতে পারে। আবার খুব সচরাচর না হলেও কোনো কোনো বাচ্চা হাঁটার পথে হামাগুড়ি দেওয়ার ধাপটি সম্পূর্ণ এড়িয়ে যেতে পারে। হামাগুড়ি দেওয়ার সময়টায় শিশুর জন্য প্রয়োজন বাড়তি সতর্কতা।