ঢাকায় চিন্তায় ছিনতাই: পুলিশও অসহায়!
গা শিউরে ওঠা এক একটা ছিনতাইকাণ্ড রাজধানীতে। কেবল নগরীর ভেতর নয়, ক্ষেত্রবিশেষে প্রবেশমুখগুলো বেশি ঝুঁকিপূর্ণ। রাজধানীর প্রবেশপথগুলোসহ মোহাম্মদপুর, হাজারীবাগ, মিরপুর, হাতিরঝিল, শাহজাহানপুর, খিলগাঁওয়ের কয়েকটি এলাকা ছিনতাইর হটস্পটে পরিণত হয়েছে। সন্ধ্যা, রাত ভোর নয়, দিনদুপুরেরও মানুষকে অস্ত্র ঠেকিয়ে যা পাচ্ছে ছিনিয়ে নিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর অকার্যকারিতা ছিনতাইকারীদের জন্য আশীর্বাদের মতো। ওসি, এসআই, এএসআই বর্তমানে ঢাকার বিভিন্ন থানায় কর্মরতদের বেশিরভাগই রাজধানীতে নতুন। দায়িত্বপ্রাপ্ত এলাকার অলিগলিও ঠিকভাবে চেনেন না। এলাকাভিত্তিক অপরাধীদের আপডেট তথ্য নেই তাদের কাছে। তাই কখনো নির্লিপ্ত থাকছেন। কখনো তৎপর হলেও অপরাধী শনাক্তে কুলাতে পারছেন না।
পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী, দোকানদারসহ সব শ্রেণিই ছিনতাইর শিকার হচ্ছে। ৫ আগস্টের ধাক্কার পর রাজধানীতে পুলিশি কার্যক্রম এখনো অগোছালো। ছিনতাইর সব মামলা নিতেও চায় না পুলিশ। এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর রাজধানীতে ছিনতাইর বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণায় জনমনে কিছুটা আশা উঁকি দেয়। কিন্তু, পুলিশের অ্যাকশন সেই মাত্রায় নয়। এরপরও কমিশনারের ঘোষণার পর এখন পর্যন্ত দুই শতাধিক ছিনতাইকারীকে আটক করা করেছে পুলিশ। র্যাবও ধরেছে প্রায় সমসংখ্যককে।
- ট্যাগ:
- মতামত
- ছিনতাই
- আইনশৃঙ্খলা