মূল্যস্ফীতি ও গভর্নরের আশাবাদ
কয়েক দিন আগে বাংলাদেশ ইনভেস্টরস কনফারেন্সের এক বক্তৃতায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশাবাদ ব্যক্ত করেছেন যে, দেশের মুদ্রাস্ফীতি আগামী জুনে ৭ শতাংশ এবং আগামী অর্থবছরে ৫ শতাংশে নামিয়ে আনা হবে। এখন যে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে, তাতে লক্ষ্যমাত্রা অনুযায়ী বাঞ্ছিত ফল না এলে আগামী মাসে মুদ্রানীতি আরও শক্ত করা হবে।
এর মর্মার্থ হলো তিনি মুদ্রাস্ফীতির এই দানবকে রুখতে তার হাতে যে সব কলাকৌশল এবং হাতিয়ার বিদ্যমান রয়েছে, সেগুলোর সদ্ব্যবহার করবেন; লক্ষ্য অর্জনকে করবেন অব্যর্থ, আর সাধারণ মানুষকে দুর্মূল্যের বাজারে দেবেন স্বস্তি। সাধারণ মানুষের জন্য এটা একটা আশা জাগানিয়া সংবাদ। কিন্তু সামনে বাস্তবতা কী দাঁড়াবে, সেটাই দেখার বিষয়।
- ট্যাগ:
- মতামত
- মুদ্রাস্ফীতি