স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিসের জন্য সাজানো হচ্ছে নগর ভবনের একাধিক তলা

প্রথম আলো নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪, ২১:২৮

সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম আপাতত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগরে ভবনে স্থানান্তরিত হচ্ছে। ইতিমধ্যে নগর ভবনে কর্মকর্তাদের বিভিন্ন কক্ষে এই মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভাগাভাগি করে বসে কাজও শুরু করেছেন। তবে মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ কর্মকর্তাদের জন্য নগর ভবনের ১৪ ও ১৫ তলা নতুন করে সাজানো হচ্ছে। এর পাশাপাশি ১৩ তলার একাংশও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জন্য তৈরি করা হচ্ছে।


আজ সোমবার বেলা তিনটার দিকে সরেজমিনে দেখা যায়, নগর ভবনের এই তিনটি তলায় কক্ষগুলো প্রস্তুত করার কাজ চলছে। শতাধিক কর্মী এই কাজে যুক্ত হয়েছেন। কক্ষগুলো সাজাতে গাড়িতে করে আসবাব আনা হচ্ছে। সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কাজের তদারক করছেন। করপোরেশনের অন্য কর্মকর্তাদের দপ্তরে ভাগাভাগি করে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ব্যবহারের জন্য একটি লিফট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের গাড়ি পার্কিং করতে ভবনের নিচতলায় জায়গা প্রস্তত করা হচ্ছে।


দক্ষিণ সিটির প্রকৌশল বিভাগ সূত্র বলছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যালয়ের জন্য নগর ভবনের ১৩ তলার একাংশ এবং ১৪ ও ১৫ তলা প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে ১৪ তলায় একটি কক্ষ তৈরি করা হচ্ছে উপদেষ্টার জন্য। উপদেষ্টার কক্ষের বিপরীত পাশের আরেকটি কক্ষ প্রস্তুত করা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের জন্য। তাঁদের কক্ষে নতুন নতুন আসবাব নিয়ে আসা হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও