পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দাবি শহিদ পরিবারের
যুগান্তর
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪, ২১:২৭
পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু পুনঃতদন্ত দাবি করেছেন শহিদ সেনা পরিবারের সদস্যরা। সোমবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতকালে এ দাবি জানান তারা।
একইসঙ্গে, ২৫ ফেব্রুয়ারিকে শহিদ সেনা দিবস হিসেবে ঘোষণা করার দাবিও জানিয়েছেন শহিদ পরিবারের সদস্যরা।
প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপকালে শহিদ পরিবারের সদস্যরা তাদের দুঃখ-দুর্দশা ও পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার কিভাবে তাদের ওপর মানসিক নিপীড়ন ও হয়রানি করেছে সেসবের বর্ণনা দেন। তারা জানান, বিচারের দাবি জানাতে গেলে তাদের ওপর অমানুষিক নিপীড়নও করা হয়েছে। সত্য বলা থেকে বিরত রাখতে তাদের ওপর নানা অত্যাচার চালানো হয়েছে।