![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2024December/gemini-sundar-pichai-google-reuters-301224-01-1735556275.jpg)
নতুন বছরে গুগলের সর্বোচ্চ গুরুত্ব এআই মডেল জেমিনাইতে: সিইও
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:১৫
গুগল সিইও সুন্দার পিচাই কোম্পানির কর্মীদের জানিয়েছেন, ২০২৫ সালটি সার্চ জায়ান্টের জন্য একটি “তাৎপর্যপূর্ণ” বছর।
সিএনবিসি বলছে, তারা ১৮ ডিসেম্বরের এক মিটিংয়ের অডিও রেকর্ড শুনতে পেরেছে যেখানে পিচাই এবং অন্যান্য নির্বাহীরা আগামী বছরের জন্য কোম্পানির অগ্রাধিকার নির্ধারণ করেন।
“আমি মনে করি ২০২৫ সালটি গুরুত্বপূর্ণ হবে।” – বলেন পিচাই।