এবার ইঁদুরের জন্য ভিআর হেডসেট বানালেন বিজ্ঞানীরা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:১৪
ইঁদুরের জন্য ছোট আকারের ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর হেডসেট তৈরি করেছেন বিজ্ঞানীরা। এর মাধ্যমে ভার্চুয়াল রিয়ালিটিতে প্রাণীরা কীভাবে আচরণ করে বা সাড়া দেয় সে সম্পর্কে আরও ভালভাবে গবেষণা করা যাবে বলে দাবি তাদের।
কম খরচে বিশেষ করে সাশ্রয়ী উপাদান যেমন– স্মার্টওয়াচ ডিসপ্লে ও ছোট আকারের লেন্স ব্যবহার করে ‘মাউসগগলস’ নামের এ ভিআর হেডসেটটি বানিয়েছেন ‘কর্নেল ইউনিভার্সিটি’র গবেষকরা।
এরপর বিভিন্ন উদ্দীপনায় ইঁদুর কীভাবে সাড়া দেয় তা দেখার জন্য এদের সামনে এসব হেডসেট রাখেন তারা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ভিআর হেডসেট