সামাজিক-রাজনৈতিক কোয়ালিশনটা খুবই জরুরি
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। সম্প্রতি বাংলাদেশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
অভ্যুত্থানকারী ছাত্র-জনতার আকাক্সক্ষা, রাষ্ট্র সংস্কার, নির্বাচন ও পতিত রেজিমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মধ্য দিয়ে আমরা পার করছি ২০২৪ সাল। ঘটনাবহুল এ বছরের শেষ প্রান্তে এসব সার্বিক বিষয় নিয়ে দেশ রূপান্তরের সঙ্গে কথা বলেছেন এই সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ। সাক্ষাৎকার নিয়েছেন সম্পাদকীয় বিভাগের সাঈদ জুবেরী