বাংলাদেশে, বাংলাদেশের মানুষের জন্য হুয়াওয়ে
‘HUAWEI’— প্রতিষ্ঠানটি সম্পর্কে আমরা প্রায় সকলেই জানি। এরমধ্যে বেশির ভাগ মানুষই একে চিনে একটি মোবাইল ফোন উৎপাদনকারী কোম্পানি হিসেবে। আবার এটাও অনেকে জানে যে সাধারণ মানুষের দোরগোড়ায় নেটওয়ার্ক সুবিধা পৌঁছে দিতে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে টেলিযোগাযোগ প্রযুক্তি সরবরাহ করে এই প্রতিষ্ঠান। কিন্তু এগুলো ছাড়াও আরও বেশ কিছু ক্ষেত্রে বিস্তৃত পরিসরে কাজ করে থাকে হুয়াওয়ে। সব মিলিয়ে হুয়াওয়ের মূলত রয়েছে পাঁচটি বিভাগ- আইসিটি ইনফ্রাস্ট্রাকচার, কনজ্যুমার, ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল পাওয়ার, ইন্টেলিজেন্ট অটোমোটিভ সল্যুশন্স।
১৯৮৭ সালে মাত্র ২০ হাজার চীনা ইউয়ান (বর্তমানে বাংলাদেশি ৩ লাখ ৪০ হাজার টাকা) নিয়ে চীনে যাত্রা শুরু করা হুয়াওয়ে গত বছর শুধু গবেষণা ও উন্নয়নেই বিনিয়োগ করেছে ১৬৪ দশমিক ৭ বিলিয়ন চীনা ইউয়ান (প্রায় ২ হাজার ৮০০ বিলিয়ন টাকা)। এখানে বর্তমানে কর্মীসংখ্যা দুই লাখের বেশি, যার ৫৫% কাজ করে গবেষণা ও উন্নয়নে।