টম অ্যান্ড জেরিকে নকল করেছে পুষ্পা, দাবি নেটিজেনদের!
সদ্য মুক্তি পাওয়া আল্লু আর্জুনের দক্ষিণী ছবি ‘পুষ্পা টু’ নিয়ে নানা আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। নেটিজেনদের একাংশের মতে, সিনেমাটির কিছু দৃশ্য বা চারিত্রিক ভঙ্গি বহুল জনপ্রিয় কার্টুন ‘টম অ্যান্ড জেরি’ থেকে অনুপ্রাণিত বা নকল হয়েছে। এমন দাবির পর থেকে ছবিটির পুষ্পা চরিত্র নিয়ে শুরু হয়েছে নেটিজেনদের আলোচনা।
ছবিতে আল্লু অর্জুন অভিনীত চরিত্র পুষ্পার আদবকায়দা, হাবভাবসহ বিভিন্ন অঙ্গভঙ্গি দারুণ জনপ্রিয় হয়েছে দর্শকের মধ্যে। এদিকে সম্প্রতি 'টম অ্যান্ড জেরি'র একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
তাতে দেখা যাচ্ছে, কার্টুন চরিত্রগুলিতে সেসব অঙ্গভঙ্গি রয়েছে যা অবিকল দেখা গেছে 'পুষ্পা'র বিখ্যাত অঙ্গিভঙ্গির দৃশ্যতেও। বলা বাহুল্য, 'পুষ্পা'র প্রায় ৪-৫ দশক আগেই মুক্তি পেয়েছিল 'টম আ্যান্ড জেরি'র সেসব পর্ব। তাই তো নেটিজেনদের একাংশের মত, এই 'টম অ্যান্ড জেরি'কে দেখেই নকল করেছে পুষ্পা!