You have reached your daily news limit

Please log in to continue


২০২৪ সালের আলোচিত ১০ উদ্ভাবন

২০২৪ সালে বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় নানা ধরনের আলোচিত উদ্ভাবন দেখা গেছে। বিভিন্ন ধরনের আবিষ্কার দেখে চমকে গেছে পৃথিবী। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানবিষয়ক সাময়িকী পপুলার সায়েন্স ও বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন ২০২৪ সালের আলোচিত অনেকগুলো উদ্ভাবনের নাম প্রকাশ করেছে। ২০২৪ সালের আলোচিত ১০টি উদ্ভাবনের গল্প জেনে নেওয়া যাক।

এলজির স্বচ্ছ টিভি

এ বছর বাজারে আসে এলজি সিগনেচার ওএলইডি টিভি নামের স্বচ্ছ টিভি। এই টিভিকে বেশ সূক্ষ্মভাবে আকর্ষণীয় নকশায় তৈরি করা হয়েছে। এতে আছে একটি স্বচ্ছ ৭৭ ইঞ্চি পর্দা, যার ওপর ছবি অনেকটা বাতাসে ভাসার মতো চলতে থাকে। ওএলইডি টিভি সর্বদা অন ডিসপ্লেতে পরিবর্তনশীল শিল্পকর্ম প্রদর্শন করতে পারে। এলজির জিরো কানেক্ট বক্স ব্যবহার করে তার ছাড়াই এই টিভি ব্যবহারের সুযোগ আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন