৪৫৯ কোটি টাকা ‘আত্মসাৎ’, সিকদার পরিবারের সদস্যসহ আসামি ২৯

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪, ২২:৩৪

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় অন্য ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার আলোচনায় থাকা ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকটির পরিচালক ও কর্মকর্তাসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


কাগুজে বিল সৃষ্টি করে ঋণের ৪৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে এই মামলায়। আসামি করা হয়েছে দীর্ঘদিন ব্যাংকটির নিয়ন্ত্রণে থাকা সিকদার পরিবারের কয়েকজন সদস্যকে।


রোববার দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন মামলা দায়েরের এই তথ্য দিয়েছেন।


অনুসন্ধান তালিকা অনুযায়ী আসামিরা হলেন- ন্যাশনাল ব্যাংকের পরিচালক রণ হক শিকদার, রিক হক শিকদার, পারভীন হক, মনোয়ারা হক, এ কে এম এনামুল হক শামীম, নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, খলিলুর রহমান, আনোয়ার হোসেন ও মাবরুর হোসেন, জাকারিয়া তাহের ও মোয়াজ্জেম হোসেন।


এদের মধ্যে এ কে এম এনামুল হক শামীম, নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ছিলেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও