বছরের প্রথমদিন পাঠ্যবই দিতে না পারার ‘ব্যর্থতা’ ঢাকতে কৌশল!
সব শিক্ষার্থীর হাতে এবার বছরের প্রথমদিন বিনামূল্যের পাঠ্যবই তুলে দিতে পারছে না সরকার। প্রাথমিকের তিনটি শ্রেণির শিক্ষার্থীরা সব বই পেলেও চতুর্থ-পঞ্চম শ্রেণির বই ছাপানো শেষ হয়নি। মাধ্যমিকের কোনো শ্রেণির বই ছাপা সহসাই শেষ করা সম্ভব নয়। পাঠ্যবই ছাপা ও বিতরণ নিয়ে এমন লেজেগোবরে অবস্থার কারণ হিসেবে রাজনৈতিক পটপরিবর্তনকে দুষছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা। তবে তাদের এমন কথায় ‘সন্তুষ্ট নন’ খোদ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্টরা পাঠ্যবই নিয়ে হ-য-ব-র-ল অবস্থার জন্য পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের ব্যর্থতাকে দায়ী করছেন। এনসিটিবিতে দীর্ঘদিন কর্মরতদের ভাষ্য, বর্তমান চেয়ারম্যান, সদস্য থেকে শুরু করে সব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাই ‘অনভিজ্ঞ’। হঠাৎ দায়িত্ব নিয়ে তারা এত বড় কাজ সামাল দিতে পারছেন না। প্রেস মালিকদের সিন্ডিকেটে নাকানিচুবানি খাচ্ছেন তারা।
তবে এনসিটিবি কর্মকর্তাদের দাবি, বছরের প্রথমদিন তারা সব স্কুলে কিছু না কিছু পাঠ্যবই পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করবেন। শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে কিছু কৌশল হাতে নেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজও করছেন তারা।