‘মুনসোসেন সিনড্রোম বাই প্রক্সি’ কী
প্রথম আলো
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪, ২০:৫২
শিশুরা নানাভাবে অবহেলার শিকার হয়। এর বেশির ভাগই ঘটে অভাবের সংসারে মা–বাবার অগোচরে, যেমন দারিদ্র্যের কারণে মা–বাবা শিশুর মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হন। এতে শিশু হয়ে পড়ে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষাবঞ্চিত। আবার যেসব অভিভাবক নিজেরাই অযত্নে বড় হয়েছেন, তাঁদের অবহেলাতেও বেড়ে ওঠে অনেক শিশু।
অবহেলায় যা হয়
- অবহেলিত শিশুকে প্রয়োজনমতো ক্যালরি ও সুষম খাবার দেওয়া হয় না। তাতে খাদ্য উপাদানের একটি হয়তো অপ্রয়োজনীয়ভাবে বেশি হয়, অন্যটি কম। যেমন শিশুকে দিনভর শুধু দুধ ও দুগ্ধজাত ফর্মুলাতে রাখা হয়। তাতে সে আয়রন ঘাটতিজনিত রক্তস্বল্পতায় ভুগতে থাকে। হয়তো আজেবাজে খাইয়ে শিশুর পেট ভরানো হচ্ছে।
- শিশু অপুষ্টিতে আক্রান্ত হয়। সঙ্গে ভোগে বদহজমে। দেখা যায়, উচ্চতা ও মাথার আকার স্বাভাবিকের কাছে থাকলেও শিশু থাকে হাড্ডিসার—ওজনে বেশ কম।
- শিশুর পোশাকে থাকে শতচ্ছিন্ন অবস্থা। বেড়ে ওঠে স্বাস্থ্য অনুপযোগী বাড়িতে। শিশু থাকে শীতের কষ্টে। উষ্ণতার অভাবে বৃদ্ধি হয় ধীরে বা কম।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- বঞ্চিত
- অবহেলা
- শিশুর বেড়ে উঠা