সালমানের প্রেমে পড়ে যা যা করেছেন সুস্মিতা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৩:১০
মাঝেমধ্যেই অতীত থেকে ডুব দিয়ে ওঠেন বলিউডের নায়ক সালমান খানের কোনো প্রেমিকা বা অনুরাগী। তেমনই একজন সাবেক মিস ইউনিভার্স অভিনেত্রী সুস্মিতা সেন।
ভাইজানের প্রতি সুস্মিতার পুরনো প্রেমের কথা জানিয়েছে এই সময়।
সালমান-সুস্মিতা কাজ করেছেন ১৯৯৯ সালে ‘বিবি নম্বর ১’ সিনেমায়। যদিও ওই সিনেমা মুক্তির আরো আগে থেকেই নায়কের গুণমুগ্ধ ভক্ত ছিলেন সুস্মিতা।
নায়কের প্রতি ভালোলাগা অল্পবয়সে ‘একতরফা প্রেমের’ পর্যায়ে ছিল বলেও জানিয়েছেন সুস্মিতা
এই অভিনেত্রী বলেন, “আমি পকেট মানি দিয়ে সালমানের পোস্টার কিনতাম। সেই সময় ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ মুক্তি পেয়েছিল। তাই আমার কাছে সেই সিনেমার একটি পায়রার ছবিও রাখা ছিল। কারণ একটাই, সালমান ওই পায়রাকে ছুঁয়েছেন।"
এমনকি সুস্মিতার বাবা-মাও নাকি মেয়ের সালমান প্রীতিকে ‘কাজে লাগিয়েছেন’ বলে ভাষ্য অভিনেত্রীর।
- ট্যাগ:
- বিনোদন
- প্রেমের সম্পর্ক
- সুস্মিতা সেন