২০২৪: যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার বছর
সময়ের পরিক্রমায় মানব সভ্যতার বয়সে যুক্ত হল আরেকটি বছর। মানব সভ্যতার বয়স বাড়লেও মানবিক সভ্যতার বয়স বেড়েছে কি না, সেই প্রশ্ন নিয়েই শেষ হচ্ছে ২০২৪ সাল।
বিভিন্ন ঘটনার ঘনঘটা থাকলেও বছরটিকে ব্যতিব্যস্ত করে রেখেছিল যুদ্ধ। পশ্চিম এশিয়ার দেশগুলোতে উত্তেজনা বেড়ে ভূরাজনৈতিক অনিশ্চয়তা বেড়েছে। এ অঞ্চলে চারটি যুদ্ধে এবছর লিপ্ত থেকেছে ইসরায়েল।
গাজায় ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ আরও ছড়িয়ে গিয়ে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ থেকে ইসরায়েল-ইরান এমনকি ইসরায়েল-ইয়েমেন সংঘাতের রূপ নিয়েছে। সিরিয়ায় বিদ্রোহীদের ঝড়ো আক্রমণের মুখে পতন হয়েছে বাশার আল-আসাদের দীর্ঘদিনের শাসনের। গণ অভ্যুত্থানে বাংলাদেশেও শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে।
মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতি অবনতির দিকে গেছে। দু’বছরের বেশি সময় ধরে চলতে থাকা রাশিয়ার সঙ্গে ইউক্রেইনের যুদ্ধে এবছরও অধরা থেকেছে শান্তির আশা।
সংঘাতের এই বাড়-বাড়ন্তের মধ্যেও এবছর নির্বাচনী ডামাডোল ছিল বিশ্বের ৬০টির বেশি দেশে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবার বিপুল জয় নিয়ে ফের নির্বাচিত হয়েছেন। যুক্তরাজ্যে দীর্ঘ টোরি শাসনের অবসানে ক্ষমতায় এসেছে লেবার পার্টির সরকার।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভূরাজনীতি
- ফিরে দেখা