উৎপাদন খরচই উঠছে না, ‘আমদানির কোপ’ মুড়িকাটা পেঁয়াজের দামে

ডেইলি স্টার প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬

বাজারে নতুন মৌসুমের পেঁয়াজ উঠতে শুরু করলেও আশানুরূপ দাম না পেয়ে হতাশ দেশের সর্ববৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল পাবনার পেঁয়াজচাষিরা।


চাষিদের ভাষ্য, গত কয়েক বছরের মধ্যে পেঁয়াজের এমন দরপতন দেখেননি তারা। লাভের পরিমাণ বেশি হওয়ায় এ বছর প্রায় দ্বিগুণ খরচ করে মুড়িকাটা পেঁয়াজের আবাদ করেছিলেন তারা। কিন্তু আমদানি করা পেঁয়াজের কারণে নতুন পেঁয়াজের দাম পড়ে যাওয়ায় এখন উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন তারা।


মুড়িকাটা পেঁয়াজ হয় পেঁয়াজের কন্দ থেকে। এ পেঁয়াজ চাষে খরচ খানিকটা বেশি হলেও আগাম জাতের হওয়ায় ভালো দাম পাওয়া যায়। কিন্তু এবারের চিত্র ভিন্ন।


সাধারণত ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুতে বাজারে উঠতে শুরু করে মুড়িকাটা পেঁয়াজ। এ সময় পেঁয়াজ আমাদিন বন্ধের পাশাপাশি আগাম জাতের পেঁয়াজের 'ন্যায্যমূল্য' নিশ্চিতের দাবিতে ইতোমধ্যে রাস্তায় পেঁয়াজ ফেলে প্রতিবাদ জানিয়েছেন পাবনার চাষিরা। সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন তারা। তাতেও দরপতন কমেনি।


পাবনার সুজানগর উপজেলার দুরগাপুর গ্রামের শীর্ষ পেঁয়াজচাষি মো. কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, প্রতি বছর ৭০ থেকে ৮০ বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেন তিনি। এর ভেতর আট থেকে ১০ বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজ লাগান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও