You have reached your daily news limit

Please log in to continue


দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে বিধ্বস্ত উড়োজাহাজ, নিহত অন্তত ৪৭

দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে ১৮১ জন যাত্রী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইয়নহাপের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দেয়ালে ধাক্কা খায়।

১৭৫ জন যাত্রী ও ছয়জন ফ্লাইট অ্যাটেনডেন্ট নিয়ে জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, জরুরি সেবা বিভাগ বিমানটির লেজের অংশ থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন