বছরশেষে বড় চমক বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের। জি বাংলার নতুন ধারাবাহিক ‘তোমায় ভালোবেসে’তে নায়িকা হিসাবে ফিরছেন তিনি। তার আগে কোথায় উড়ে যাচ্ছেন অভিনেত্রী জানালেন সে কথা।
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রকাশিত একটি প্রচার ঝলকে দেখা গেছে দিতিপ্রিয়াকে। বড় চমক হিসাবে তেমনই ইঙ্গিত মিলেছে। তবে এবার নায়িকার নাকি নায়ক মিলছে না। তাই আপাতত প্রচার ঝলকটুকুই ক্যামেরাবন্দি হয়েছে, যা দেখে সহজেই অনুমান করা যাচ্ছে— ‘রানী রাসমণি’র ‘রানিমা’ এবার এই প্রজন্মের প্রতিনিধি। আর এ ধারাবাহিকের প্রযোজনায় থাকছে এসভিএফ।
নায়িকা ঠিক, নায়ক নেই— ব্যাপারটা কী? আনন্দবাজার অনলাইনের প্রশ্নে সৃজনশীল প্রযোজক অদিতি রায় বললেন, দিতিপ্রিয়ার বিপরীতে অভিনয়ের জন্য নাকি অভিনেতাদের লম্বা লাইন। তাদের মধ্যে থেকে কেউ একজন নির্বাচিত হবেন। তবে শেষ হাসি কে হাসবে, সেটিই দেখার বিষয়।