মেলায় গণঅভ্যুত্থানের প্যাভিলিয়ন, থাকছে যত নতুনত্ব
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৩
নতুন বাংলাদেশে নতুন আঙ্গিকে বসছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবার মেলায় থাকছে অনেক নতুনত্ব। জুলাই গণঅভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশকে তুলে ধরতে থাকবে বিশেষ প্যাভিলিয়ন। ক্রেতা-দর্শনার্থীদের টিকিট কাটা ও যাতায়াতে এবার বিশেষ ব্যবস্থাও গ্রহণ করেছে আয়োজক কর্তৃপক্ষ।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বছরের প্রথম দিন ১ জানুয়ারি শুরু হবে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫। গত কয়েক বছরের ধারাবাহিকতায় পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারেই বসবে মেলা।