You have reached your daily news limit

Please log in to continue


ইলন মাস্কের রোষানলে উইকিপিডিয়া, অনুদান না দেওয়ার আহ্বান

অনলাইনে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় প্রয়োজনীয় প্রায় সব বিষয়ের তথ্য থাকায় ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে নিয়মিত ঢুঁ মারেন অনেকেই। বিশ্বজুড়ে বিনা মূল্যে নির্ভরযোগ্য তথ্যপ্রাপ্তির অন্যতম উৎস হিসেবে পরিচিত উইকিপিডিয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। উইকিপিডিয়ায় তথ্যের বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি কার্যক্রমে বাজেট বরাদ্দের সমালোচনা করে সংস্থাটিতে অনুদান না দেওয়ার জন্য নিজের অনুসারীদের আহ্বানও জানিয়েছেন এই প্রযুক্তি উদ্যোক্তা।

সম্প্রতি ‘লিবস অব টিকটক’ নামের অ্যাকাউন্ট থেকে দেওয়া এক্স (সাবেক টুইটার) পোস্টের প্রতিক্রিয়ায় মাস্ক লিখেছেন, ‘তাদের সম্পাদনার ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত উইকিপিডিয়াকে অনুদান দেওয়া বন্ধ করুন।’ ওই পোস্টে দাবি করা হয়, উইকিপিডিয়ার ২০২৩-২৪ অর্থবছরের ১৭ কোটি ৭০ লাখ ডলারের বাজেটের ২৯ শতাংশ বরাদ্দ করা হয়েছে ইকুইটি এবং সেফটি অ্যান্ড ইনক্লুশন কার্যক্রম পরিচালনার জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন