ভিডিয়ো: ট্রেনের বগির নীচে চাকার সঙ্গে ঝুলে ২৯০ কিমি পাড়ি দিলেন যুবক
eisamay.com
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৭
২০২৩-এর অগস্টে যখন আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করেছিল তালিবানরা, সেই সময় তালিবান শাসনের খপ্পর থেকে বাঁচতে অনেককেই মরিয়া হয়ে উড়ানের চাকায় ঝুলে দেশ ত্যাগ করার চেষ্টা করতে দেখা গিয়েছিল। সেখান থেকে পড়ে মৃত্যুও হয়েছিল অনেকের। মধ্য প্রদেশের জব্বলপুর রেলওয়ে স্টেশন থেকে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা মনে করিয়ে দিতে পারে কাবুল বিমানবন্দরের সেই দৃশ্যকে। ট্রেনের বগির নীচে, চাকার সঙ্গে ঝুলে-ঝুলে না কি ২৫০ কিলোমিটারের বেশি পাড়ি দিয়েছে এক যুবক।