এ বছর ভালো সিদ্ধান্ত নিয়েছি : জোভান

কালের কণ্ঠ প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৪

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। অভিনয়গুণে অনেক আগেই ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন তিনি। দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘সন্ধিক্ষণ’।


অন্তর্জালে বিপুল সাড়া পাচ্ছে নাটকটি। সামনে আসবে তাঁর আরো কিছু নাটক। অভিনেতার সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম।


হারায়নি দর্শক


ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় থেকে নাটক-সিনেমা-গানের প্রতি মানুষের আগ্রহ তলানিতে। অন্তর্জালে ভিউ খরাও ছিল প্রবল। সে খরা কাটিয়ে সচল হচ্ছে শোবিজ। ইদানীং মুক্তি পাওয়া অনেক নাটকই দর্শকের সাড়া পাচ্ছে বেশ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ মুক্তির প্রথমদিনেই ২০ লাখ ভিউ পার করেছে।


জোভান মনে করেন, ‘দর্শক ঠিকঠাকই আছে। নাটক যারা দেখেন, তারা সব সময়ই দেখেন।’


মালাইকার সম্ভাবনা


সফল অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোটবোন মালাইকা চৌধুরী। ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে তাঁর অভিনয়ে অভিষেক হলো। নবীন এ অভিনেত্রীর সম্ভাবনা কতখানি দেখছেন? ‘সময় লাগবে।


ও ছোট মানুষ, এ কারণে সহজ একটি গল্প বেছে নিয়েছি আমরা। এতে করে ওর জন্য সুবিধা হয়েছে। তবে মালাইকা কতদূর যাবে, সেটা একান্তই ওর ওপর নির্ভর করবে’—উত্তর দিলেন জোভান। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও