বিশ্বব্যাপী অনলাইনে কেনাকাটা করেছে ২৭১ কোটি মানুষ

বণিক বার্তা প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫২

২০২৪ সালে বিশ্বব্যাপী অনলাইনে কেনাকাটা করেছেন ২৭১ কোটি মানুষ, যা বিশ্বের মোট জনসংখ্যার বিচারে ৩৩ শতাংশ। এ সংখ্যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেশি। আগামী বছর অনলাইন ক্রেতার সংখ্যা ২৭৭ কোটি হবে বলে ধারণা করছে অনলাইন রিসোর্স ও ডাটা বিশ্লেষণ প্লাটফর্ম ডিমান্ডসেইজ। সংস্থাটির মতে, ইন্টারনেটের বিস্তার ও বিভিন্ন সুবিধার কারণে মানুষ অনলাইনে কেনাকাটার প্রতি আগ্রহী হয়ে উঠছে। খবর সেলারসকমার্স।


ডিমান্ডসেইজের তথ্যানুযায়ী, অনলাইনে কেনাকাটার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে চীন। দেশটির ৯১ কোটি ৫১ লাখ মানুষ কেনাকাটার জন্য অনলাইন মাধ্যম বেছে নেন। এছাড়া ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ২৭ কোটির বেশি মানুষ অনলাইনে কেনাকাটা করেছেন। ২০২২-২৩ সালের মধ্যে অনলাইন ক্রেতার সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায়, যা ৫ শতাংশের বেশি। এ সময় বিশ্বব্যাপী অনলাইন ক্রেতার সংখ্যা বেড়েছে ৩ শতাংশ।


প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে সব খুচরা (রিটেইল) বিক্রির ২০ শতাংশের বেশি হয়েছে অনলাইনে। ২০২৭ সালে যা বেড়ে ২২ দশমিক ৬ শতাংশ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বাজার বিশ্লেষকরা বলছেন, ব্যবসার অনলাইন বিভাগে আরো বেশি বিনিয়োগ করা উচিত। খুচরা বাজারে প্রতিযোগিতামূলক থাকার জন্য এটি অপরিহার্য।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও