শৈত্যপ্রবাহ না থাকলেও বেড়েছে গিজার বিক্রি

ডেইলি স্টার প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:০০

মফস্বল ও শহরাঞ্চলে জীবনমানের পরিবর্তন এবং তুলনামূলক কম দামের কারণে গত বছরের মতো এই শীতেও বিদ্যুৎচালিত গরম পানির চাহিদা থাকায় দেশে গিজার বিক্রি বেড়েছে।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, গতকাল শুক্রবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।


ঢাকার উত্তরার টেকনিশিয়ান ফয়সাল মাহমুদ দ্য ডেইলি স্টারকে জানান, চলতি ডিসেম্বরের শুরু থেকেই তিনি প্রতিদিন অন্তত দুটি গিজার স্থাপন করছেন। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন তিনি।


নির্ভরযোগ্য তথ্য পাওয়া না গেলেও সংশ্লিষ্টদের দাবি—গত নভেম্বর থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেশে অন্তত চার লাখ গিজার বিক্রি হতে পারে। তিন বছর আগে এই সংখ্যা ছিল এক লাখ ২০ হাজার।


এই শীতে ৩৮০ থেকে ৪০০ কোটি টাকার গিজার বিক্রি হতে পারে। প্রায় এক ডজন স্থানীয় প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্র্যান্ডের গিজার বিক্রি করছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও