নতুন বছরের আগেই দূর করুন ৮ জঞ্জাল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৫০

নানান রকম পরিকল্পনা নতুন বছর ঘিরে; হয়ত উদযাপন নয়ত নতুন পরিকল্পনা।


তবে নব্য সাল শুরু হওয়ার আগেই ঘরের কিছু পুরানো জঞ্জাল পরিষ্কারের দিকেও নজর দেওয়া উচিত।


মেয়াদোত্তীর্ণ রান্নাঘরের সামগ্রী


তারিখ শেষ হয়ে যাওয়া জিনিসের ডিপো হতে পারে রান্নাঘর।


“তাই সবগুলো মসলা, তেল বা নাস্তা তৈরির সমস্ত পণ্য একবার করে চোখ বুলান, দেখুন কোনটার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বিশেষ করে যেগুলো মাসখানেক ব্যবহার করা হয়নি সেগুলো”- রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে পরামর্শ দেন মার্কিন লেখক ও পেশাদার সংগঠক শিরা গিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে