পেঁয়াজ দেওয়ার অনুরোধ ডেলিভারি বয়ের , ‘তন্ত্রসাধনা নয় তো…!’ যুগলের পোস্টে শোরগোল
eisamay.com
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯
‘দাদা একটা পেঁয়াজ দেবেন?’ ডেলিভারি বয়ের কথা শুনে রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন বেঙ্গালুরুর যুগল। অনলাইনে অ্যাপে সব্জি, ফল অর্ডার করেছিলেন তাঁরা। কিন্তু ডেলিভারি দিতে এসে পেঁয়াজের আবদার করে বসেন ডেলিভারি বয়। আর তাতেই রীতিমতো চোখ কপালে ওঠে যুগলের। তন্ত্র সাধনা নাকি পেটের টান মনে প্রশ্ন জেগেছিল যুগলের। তারপর যা ঘটে…। ঘটনার বিবরণ দিয়ে যুগলের করা সোশ্যাল মিডিয়া পোস্ট এই মুহূর্তে ভাইরাল।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল