আজারবাইজানের উড়োজাহাজ ‘ভূপাতিত’ করেছে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা
প্রথম আলো
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩১
আজারবাইজান এয়ারলাইনসের যে উড়োজাহাজটি কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে, সেটিকে ‘ভূপাতিত’ করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আজারবাইজানের তদন্তের প্রাথমিক ফলাফলের বিষয়ে অবগত চারটি সূত্র গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তদন্তের মধ্য দিয়ে একটি উপসংহারে পৌঁছানোর আগে কোনো অনুমান দাঁড় করানো ঠিক নয়।