ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বার্থ অগ্রাধিকার পাক
সম্প্রতি দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করার জন্য গুচ্ছভর্তি, না বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরীক্ষার মাধ্যমে ভর্তির ব্যবস্থা করা হবে, তা নিয়ে কথাবার্তা শুরু হয়েছে।
২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে ধীরে ধীরে নিজস্ব পরীক্ষার স্থলে গুচ্ছভর্তি নামে এ পর্যন্ত ৩৪টি বিশ্ববিদ্যালয়ে একটি কেন্দ্রীয় পরীক্ষা নিয়ে ভর্তি করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এগুলোর মধ্যে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়, তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ২৪টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত। এ ব্যবস্থায় একজন শিক্ষার্থী তার পড়ার বিষয় অনুযায়ী-অর্থাৎ কৃষি, প্রকৌশল, বিজ্ঞান বিষয়ে একটি পরীক্ষা দিয়ে তার যোগ্যতা ও মেধা অনুযায়ী নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। এ ব্যবস্থা চালু হওয়ার আগে শিক্ষার্থীদের দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভর্তির জন্য ছোটাছুটি করতে হতো। তারা আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরম জমা দিত এবং নির্দিষ্ট দিনে পরীক্ষা দিতে আবার ছুটত। তারপর ফলাফলের জন্য গভীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করত। একাধিক বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হলে কোথায় ভর্তি হবে, তা নিয়ে দ্বিধায় পড়ে যেত।