চা উৎপাদনের লক্ষ্য পূরণ হচ্ছে না, আমদানি লাগবে না বলে দাবি উৎপাদকদের
দেশে চলতি বছরে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। গত অক্টোবর পর্যন্ত উৎপাদন আশানুরূপ না হওয়ায় চা বোর্ডের কর্মকর্তা ও উৎপাদকেরা লক্ষ্য অর্জন নিয়ে শঙ্কায় আছেন।
চা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর দেশে ১০ কোটি ৮০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ৭ কোটি ৬৬ লাখ কেজি চা উৎপাদন হয়েছে। বছর শেষে লক্ষ্যমাত্রা পূরণে নভেম্বর ও ডিসেম্বরে ৩ কোটি ১৩ লাখ কেজি চা উৎপাদন হতে হবে। কিন্তু দেশে এখন পর্যন্ত বছরের শেষ দুই মাসে সর্বোচ্চ ১ কোটি ৯৮ লাখ কেজি চা উৎপাদনের রেকর্ড রয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রা অর্জনে অতীতের সব রেকর্ড ভেঙে দুই মাসে ১ কোটি ১৫ লাখ কেজি চা বেশি উৎপাদন করা দরকার, যেটাকে অসম্ভবই মনে করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
তবে বাগানমালিক, ব্যবসায়ী ও চা বোর্ডের কর্মকর্তারা বলছেন, উৎপাদন আশানুরূপ না হলেও দেশে চায়ের ঘাটতি হবে না। কারণ, গত বছরে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে। রপ্তানির পর উদ্বৃত্ত থাকা চা দিয়ে ঘাটতি পূরণ করা যাবে। ফলে উৎপাদন কিছুটা কমলেও আমদানির ওপর নির্ভরশীল হতে হবে না।