You have reached your daily news limit

Please log in to continue


ফায়ার ফাইটার নয়নের জানাজায় উপদেষ্টা, বললেন ‘আমাদেরই ব্যর্থতা’

সচিবালয়ের সামনে আগুন নির্বাপণের সময় ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের দক্ষতার জন্যই যে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল, তার জানাজায় অংশ নিয়ে সে কথা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তার ভাষায়, ওই সময় ওই সড়কে ট্রাক চলতে পারাটা একভাবে কর্তৃপক্ষেরই ‘ব্যর্থতা’।

বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর বঙ্গবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে নয়নের জানাজা হয়। তার আগে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে।

বুধবার রাত পৌনে ২টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সেখানে যায়।

আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার ফাইটার নয়ন পানির লাইন দিতে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় গুরুতর আহত হন। তাকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

এই তরুণের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। মূল কর্মস্থল সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশন হলেও তাকে ঢাকায় এনে তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত করা হয়েছিল।

সে প্রসঙ্গ ধরে জানাজার পর স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "আল্লাহই তাকে শহীদের মর্যাদা দান করবেন। সে খুবই ভালো ফাইটার ছিল বলে তাকে স্পেশাল টিমের জন্য আনা হয়েছিল। তার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবরের আজাব মাফ করে।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন