ইসিকে দায়বদ্ধ করার কথা ভাবছে কমিশন
সাংবিধানিকভাবে জাতীয় সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। মূলত ইসির নির্দেশনা ও তত্ত্বাবধানে মাঠে রিটার্নিং কর্মকর্তারা সংসদীয় আসনের নির্বাচন অনুষ্ঠানের কাজটি করে থাকেন। রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন পরিচালনায় যুক্ত কর্মকর্তা এবং প্রার্থী বা তাঁদের সমর্থকেরা কোনো ধরনের অপরাধে জড়ালে জাতীয় নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) এবং
নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ও সংশ্লিষ্ট বিধিতে নানা ধরনের শাস্তির বিধান আছে। ইসির কাছে তাঁরা দায়বদ্ধ। তবে ইসি নিজেই যদি কোনো অপরাধে সম্পৃক্ত হয়, তাহলে কী হবে, সে সম্পর্কে স্পষ্ট কিছু নেই।
বিদ্যমান সংবিধানে নির্বাচন কমিশনারদের অপসারণ করার বিধান আছে। সংবিধানে বলা আছে, সুপ্রিম কোর্টের বিচারক যে পদ্ধতি ও কারণে অপসারিত হতে পারেন, একই পদ্ধতি ও কারণ ছাড়া কোনো নির্বাচন কমিশনার অপসারিত হবেন না। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাঁদের অপসারণ করার সুযোগ আছে। একসময় এই ক্ষমতা ছিল সংসদের হাতে।