দূরে কোথাও ভ্রমণে গেলে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হাতে থাকা স্মার্টফোনটি। বাসে কিংবা ট্রেনে সময় কাটাতে গান শোনা ও সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, আবার গন্তব্যে পৌঁছে স্মৃতি ধরে রাখতে অসংখ্য ছবি তোলা। কাজ যেটাই হোক, সারা দিন ফোন ব্যবহার হলে ব্যাটারি ড্রেন হওয়াটা স্বাভাবিক। তবে আইফোনের ক্ষেত্রে একটি বড় অভিযোগ হচ্ছে, চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া। যদিও অনেকেই বলেন, বিষয়টি নির্ভর করে ব্যবহারের ধরনের ওপর। কয়েকটি পদ্ধতি অবলম্বন করে গুরুত্বপূর্ণ কাজের জন্য আইফোনের ব্যাটারি ব্যাকআপ দীর্ঘস্থায়ী করা সম্ভব—
লো পাওয়ার মোড চালু করা
আইফোনের ব্যাটারি ব্যাকআপ দীর্ঘস্থায়ী করার সহজ উপায় হলো ‘লো পাওয়ার মোড’ চালু করা, যা চালু করলে স্বয়ংক্রিয় ডাউনলোড, বারবার মেইল চেক, নির্দিষ্ট কিছু ভিজুয়াল ইফেক্ট বন্ধ হয়ে যায়। অটো-লকের সময় ৩০ সেকেন্ডে নেমে আসে এবং ডিসপ্লে রিফ্রেশ রেট ৬০ হার্টজ নির্ধারিত হয়। সব মিলিয়ে ব্যাটারির ব্যবহার কমে আসে। সেটিংসের অধীনে ব্যাটারি অপশন থেকে ‘লো পাওয়ার মোড’ পাওয়া যাবে।