![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-12-26%252F5r3glidc%252FWhy-Fire.jpeg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
সচিবালয়ে লাগা আগুন নেভাতে এতসময় কেন লাগল
সচিবালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকতে প্রথমেই পড়ে সাত নম্বর ভবন। গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে এই ভবনটিতে আগুন লাগে। ৬ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আজ সকাল সাড়ে নয়টায় সাত নম্বর ভবনের চারপাশে দেখা যায়, ছড়িয়ে-ছিটিয়ে আছে জানালার ভাঙা গ্লাস। আগুনে ভবনের ছয় থেকে আটতলা পুড়েছে।
ভবনের চারদিকে ফায়ার সার্ভিসের ছিটানো পানি। কয়েকটি কবুতর মরে পড়ে আছে। ভবনের ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।