বিপিএল মাতিয়ে জাতীয় দলের দরজায় কড়া নাড়তে চান সাব্বির
যুগান্তর
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:০৬
এক সময় বাংলাদেশ জাতীয় দলে নিয়মিত ছিলেন সাব্বির রহমান। দুর্দান্ত সব শটে মুগ্ধতা ছড়াত তার ব্যাট। তবে সে সব এখন অতীত। সাব্বির রহমান যেন নিজেকেই হারিয়ে ফেলেছেন। কদর কমেছে ঘরোয়া ক্রিকেটেও। সবশেষ মৌসুমে তো বিপিএলে দলও পাননি। তবে আশার কথা এবার পেয়েছেন। আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিট্যালসের হয়ে মাঠে নামবেন তিনি। আর সেই মাঠে নামাটা রাঙাতে চান তিনি। সেই সঙ্গে কড়া নাড়তে চান জাতীয় দলের দরজায়।
বিপিএলে পারফর্ম করে নজর কাড়তে সাব্বির অনুশীলনটা সেরেছেন রাজশাহীতে। আর সেই অনুশীলন করতে গিয়েই টের পেয়েছেন ঢাকার বাইরে অনুশীলনের কতটা ঘাটতি আছে। তাই মিরপুরে অনুশীলনের ফাকে ঢাকার বাইরেও অনুশীলন সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- বিপিএল
- সাব্বির রহমান